cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচশ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম নামে এক নারীকে মৃ’ত্যুদ’ণ্ডের আদেশ দিয়েছেন আ’দালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদ’ণ্ড করা হয়েছে। তবে এ মা’মলা থেকে খালাস পেয়েছেন চার আ’সামি।
বৃহস্পতিবার (৩১ মা’র্চ) দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র জে’লা ও দায়রা জজ আ’দালতের বিচারক দিলীপ কুমা’র ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আ’দালতে দ’ণ্ডপ্রাপ্ত পারভিন বেগম উপস্থিত ছিলেন। মৃ’ত্যুদ’ণ্ডপ্রাপ্ত পারভীন বেগম ওরফে শায়লার (৪২) বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা’র বর্ষণ এলাকায়। পারভিন ওই এলাকার মাহির উদ্দিনের স্ত্রী’।
মা’মলায় খালাস পাওয়া চারজন হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সকলের বাড়ি দিনাজপুর জে’লার ঘোড়াঘাট উপজে’লার বিভিন্ন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ৫০০ গ্রাম হিরোইন পাচারের দায়ে পারভিনসহ ৫ জনের বি’রুদ্ধে মা’মলা হয়। আ’দালতে মা’মলার দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে পারভীন মা’দক কারবারির সঙ্গে জ’ড়িত ছিলেন তা প্রমাণ হয়েছে। আ’দালত পারভিনকে মৃ’ত্যুদ’ণ্ড ও চার আ’সামিকে খালাস দিয়েছেন। এটিই গাইবান্ধা জে’লায় প্রথম নারী মা’দক ব্যবসায়ীর মৃ’ত্যুদ’ণ্ড।
মা’মলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে বগুড়াগামী পায়না পরিবহণের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কা’টাবাড়ি এলাকায় তল্লা’শি চালায় পু’লিশ। এ সময় বাসটিতে থাকা পারভীন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হিরোইন জ’ব্দসহ তাকে আ’ট’ক করে পু’লিশ। এ ঘটনায় পারভীনকে প্রধান করে পু’লিশ বাদী হয়ে পাঁচজনকে আ’সামি করে গোবিন্দগঞ্জ থা’নায় একটি মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা’মলা হয়। পরে ত’দন্ত শেষে ৫ আ’সামির বি’রুদ্ধে আ’দালতে চার্জশিট দাখিল করে।