সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা: নৌকার প্রার্থীসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগ এনে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব বাদী হয়ে নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউপি নির্বাচনে ফুলবাড়িয়ার আছিম পাটুলি ইউনিয়নের জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে নৌকার প্রার্থী এসএম সাইফুজ্জামানের নেতৃত্বে কয়েকশ’ সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান ওসি।

মামলা দায়েরের ব্যাপারে জানতে এসএম সাইফুজ্জামানের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আছিম পাটুলি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস ১০ হাজার ৬ শত ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এসএম সাইফুজ্জামান পেয়েছেন চার হাজার ১ শত ৩৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: