সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মুসলিমদের ভোট পেতে মসজিদে প্রচারণা চালাবে কংগ্রেস

ভারতের উত্তর প্রদেশে মুসলিমদের ভোট পেতে মসজিদে মসজিদে প্রচারপত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বিরোধীদল কংগ্রেস।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

প্রত্যেক শুক্রবার জুমার নামাজের দিন মসজিদের বাইরে এই প্রচারপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি শাহনাওয়াজ আলম।

উত্তর প্রদেশের রাজনীতিতে একসময়ে মুসলিম ভোট কংগ্রেসের দিকে ছিল, কিন্তু প্রায় ৩ দশক ধরে কংগ্রেস শুধু ক্ষমতা থেকে দূরে নয়, মুসলিমদের থেকেও দূরে। তাই মুসলিম ভোট ফিরে পেতে তারা লড়াই শুরু করছে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কংগ্রেসের সংকল্পপত্রে যা বলা হয়েছে

১. সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’এবং জাতীয় নাগরিক পঞ্জি ‘এনআরসি’ বিরোধী আন্দোলনে নথিভুক্ত মামলা প্রত্যাহার করা হবে।

২. উত্তর প্রদেশ গরু জবাই প্রতিরোধ আইনে উচ্চ আদালত কর্তৃক খারিজ করা মামলায় জড়িত নিরীহ মানুষদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

৩. ওয়াকফ সম্পত্তির দুর্নীতির তদন্ত করার পরে দোষীদের শাস্তি দেওয়া হবে।

৪. ‘সপা’সরকারের আমলে ঘটে যাওয়া ছোট-বড় সব দাঙ্গার বিচার বিভাগীয় তদন্ত করার পর অপরাধীদের শাস্তি দেওয়া হবে।

৫. কানপুরে ১৯৯২ সালের দাঙ্গার তদন্তের জন্য গঠিত মাথুর কমিশনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৬. সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজ্য পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য বিশেষ ক্যাম্প স্থাপন করা হবে।

৭. মাদ্রাসার আধুনিকীকরণ এবং শিক্ষকদের বকেয়া বেতনের জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হবে। এসব ছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশে প্রায় ২০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে এবং ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে কমপক্ষে ১৪৩ টি আসনে মুসলমানদের সরাসরি প্রভাব রয়েছে। এরমধ্যে ৭০টি আসন এমন, যেখানে মুসলিম জনসংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ। এবং ৭৩ টি আসন এমন যেখানে ৩০ শতাংশের বেশি মুসলিম। এরমধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ এবং তরাই অঞ্চলের আসন। সূত্র : বাংলাদেশ জার্নাল

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: