cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট- তামাবিল সড়কে কুড়িয়ে পাওয়া ৩লক্ষ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজি চালক।
জানাযায় গত বৃহস্পতিবার বিকাল জৈন্তাপুর উপজে’লা অফিসে কর্ম’রত অফিস সহকারী বাবু সুধামন মান্না ব্যাংক থেকে ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা উত্তলোন করে তার শাহপরানস্থ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়।অনেক খোজার পরও আর ব্যাগটি পাওয়া যায় নি ।
ঐ দিন সিলেট-তামাবিল সড়কে চলাচলকারি গো’লাপগঞ্জ উপজে’লার লক্ষণাবন্দ এলাকার বাসীন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান । এর পর তিনি টাকার মালিক খোঁজতে থাকেন।ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানাযায় টাকার মালিকের পরিচয়।
শুক্রবার সকালে উক্ত টাকা প্রকৃত মালিকের কাছে পৌছে দেওয়ার জন্য নিজ উদ্যোগে মান্না বাবুর মোবাইলে যোগাযোগ করেন মাঈন ।অবশেষে শুক্রবার বাদ জুম্মা কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজে’লা বাস পরিবহন শ্রমিক উপ -কমিটির অফিসে সবার উপস্থিতে উপযু’ক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে ৩,০০,০০০/= (তিন লক্ষ)টাকা তুলে দেন সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন।
সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন ।