cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের সার্বিক করো’না পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনাক্তের হার যেমন কমছে, তেমনি সুস্থতার সংখ্যাও বাড়ছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও করো’না রোগী ভর্তির চাপ এখন অনেকটাই কমেছে।
সোমবার ( ২৩ আগস্ট ) পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতা’লে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮ জন। সপ্তাহখানে আগে সংখ্যাটা ছিল আরও অনেক বেশি, পাঁচশর কাছাকাছি।
এদিন সিলেট বিভাগে করো’না শনাক্ত হয়েছে মোট ২১৫ জনের। আর সুস্থ হয়েছেন ৩৭৫ জন। মৃ’ত্যু হয়েছে ১২ জনের।
গত ৭ দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন মোট ২৪৬ জন করো’না রোগী। এদের ২১১ জনই ভর্তি হয়েছেন সিলেট জে’লার করো’নার জন্য বিশেষায়ীত হাসপাতালগুলোতে। এ জে’লায় সোমবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬ জন। রোববার ২৫, শনিবার ১৪, শুক্রবার ৩৪, বৃস্পতিবার ৩২, বুধবার ৪৮ ও মঙ্গলবার ভর্তি হয়েছিলেন ৩২ জন।
সুনামগঞ্জে গত ৭ দিনের তিনদিন কেউ হাসপাতা’লে ভর্তি হননি। গত রোববার ভর্তি হয়েছিলেন ৪ জন, শনিবার ১, শুক্রবার, ১ ও বৃহস্পাতিবার ২ জন করো’না রোগী হাসপাতা’লে ভর্তি হয়েছিলেন।
হবিগঞ্জে গত ৭ দিনের মধ্যে দুই দিনে ৬ জন করো’না রোগী হাসপাতা’লে ভর্তি হয়েছেন। যথাক্রমে গত বৃহস্পতিবার ৩ ও শুক্রবার ৩ জন।
মৌলভীবাজারে গত ৭ দিনের মধ্যে ৬ দিনে মোট ২১ জন করো’না রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। আজ সোমবার কেউ এ হাসপাতা’লে ভর্তি হননি। তবে রোববার ভর্তি হয়েছেন ২ জন, শনিবার ৪, শুক্রবার ৪, বৃহস্পতিবার ৩, বুধবার ৫ ও মঙ্গলবার ভর্তি হয়েছিলেন ৩ জন।
হাসপাতালগুলোতে করো’না রোগী ভর্তির চাপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে আছেন সচেতন সিলেটবাসী এবং সংশ্লিষ্ট কর্মক’র্তা ও কর্মচারীরা।