সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দু’টি ভারতীয় মোটরসাইকেলসহ আটক ২

সিলেটের এয়ারপোর্ট থা’না পু’লিশের অ’ভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভা’রতীয় YAMAHA R-15 ও TVS Stryker মোটরসাইকেল বাংলাদেশে এনে বিক্রয়কালে দু’টি মোটরসাইকেলসহ দু’জনকে গ্রে’প্তার করেছে এসএমপি’র এয়ারপোর্ট থা’না পু’লিশ। শনিবার ৭ আগস্ট মধ্যরাত ২ টায় এয়ারপোর্ট থা’নাধীন আলীবাহার চা-বাগানের ম’সজিদের সামনে থেকে তাদের আ’ট’ক করা হয়।

আ’ট’ককৃতরা হল- এসএমপির এয়ারপোর্ট থা’নাধীন উম’দাপাড়ার মৃ’ত আব্দুস সামাদের ছে’লে আরিছ আহম’দ (২৬), জালালাবাদ থা’নাধীন গোয়াবাড়ীর কুচারপাড়ার মোহনা ব্লক-ডি-৩৩-এর আব্দুল জব্বারের ছে’লে ইমন আহমেদ (৩০)।

এসময় আ’ট’ককৃতদের সাথে থাকা অ’পর সঙ্গীরা কানিশাইলের প্রত্যাশা আ/এ, ২নং গলির নাছির মিয়ার ছে’লে আব্দুল মোতালিব রনি (২০), উম’দাপাড়ার কালা মিয়ার ছে’লে সাহেদ (২৮), জালালাবাদ থা’নার হাওলদার পাড়ার বাসা নং-৯৫-এর মৃ’ত করিম মিয়া সাদ্দাম আহম’দ লিটু (২৮), টিলাগড়ের ময়না মিয়ার ছে’লে মাসুম (২০) সহ অ’জ্ঞাতনামান ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়।

পু’লিশ জানায়, এয়ারপোর্ট থা’নার সহকারী পু’লিশ কমিশনার মো. মফিজ উদ্দিন এবং অফিসার ইনচার্জ খান মুহাম্ম’দ মাইনুল জাকির এবং পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) মো. জসিম উদ্দিন এর নির্দেশনায় এসআই মো. মফিজুর রহমানসহ সঙ্গীয় অফিসার এএসআই জার্নেল রানা তালুকদার, এএসআই তরনী কান্ত দাস, কনস্টেবল সোহাগ, কনস্টেবল মকবুল হোসেন অ’ভিযান পরিচালনা করেন। অ’ভিযান কালে ভা’রত থেকে অ’বৈধ ভাবে সরকারী শুল্ক ফাঁকি দিয়া ভা’রতীয় মোটরসাইকেল বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে এয়ারপোর্ট থা’নাধীন আলীবাহার চা-বাগানের ম’সজিদের সামনে অবস্থান করে। এসময় ফোর্সটি ঘটনাস্থলে গেলে মোটরসাইকেল ২টি নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২টি ভা’রতীয় মোটরসাইকেল সহ আসামীদের আ’ট’ক করেন। এসময় তাদের সঙ্গীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ২ আসামী আসামীদদের মোটরসাইকেল ২টির কাগজপত্র দেখাতে বললে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ সহ পলাতক আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে এবং আ’ট’ককৃত মোটরসাইকেল ২টি পলাতক ও অ’জ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়া চো’রাইপথে অ’বৈধ ভাবে ভা’রত হইতে বাংলাদেশে এনেছে ম’র্মে স্বীকার করে।

আসামী আরিছ আহম’দ এর হেফাজত হইতে ১টি নাম্বারবিহীন নীল রংয়ের YAMAHA R-15 মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-G3N4E0033091 চেসিস নং-ME1RG671BL0057557 যাহার মূল্য অনুমান ৪,৫০,০০০/-টাকা এবং আসামী ইমন আহম’দ এর হেফাজত হইতে ১টি নাম্বারবিহীন কালো রংয়ের TVS Stryker মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-N5010809, চেসিস নং-PS625BF49L6K26326 যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/-টাকা উ’দ্ধার পূর্বক পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে এসআই মো. মফিজুর রহমান জ’ব্দতালিকা মূলে জ’ব্দ করেন।

পরবর্তীতে এসআই মো. মফিজুর রহমান ধৃত আসামী ও জ’ব্দকৃত আলামত সহ থা’নায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থা’নার মা’মলা নং-১২, তাং-০৭/০৮/২০২১খ্রিঃ, ধারা- The special power Act 1974, section 25B/25D রুজু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পু’লিশের মুখপাত্র (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: