cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের অ’পারেশন থিয়েটারগুলোর উন্নয়নমূলক সংস্কার কাজের জন্য নিয়মিত অ’পারেশন বন্ধ থাকবে। তবে জরুরি অ’পারেশনগুলো ধারাবাহিকভাবে চলবে। হাসপাতা’লে অক্সিজেনেরও কোনো সংকট নেই।
এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযু’ক্ত পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি ওসমানী হাসপাতা’লের উপপরিচালক ছিলেন। পদোন্নতি পেয়ে গতকাল রোববার তিনি বিভাগীয় পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
হিমাংশু লাল রায় জানান, ওসমানী হাসপাতা’লের ওটিগুলো রিনোভেশন হবে। এজন্য ১৫-২০ দিন সময় লাগতে পারে। এ সময়ে রুটিন অ’পারেশনগুলো বন্ধ রাখতে হবে। তবে ই’মা’র্জেন্সি অ’পারেশন চলবে। গর্ভবতী মায়েদের অ’পারেশন হবে, ক্যান্সার আ’ক্রান্ত রোগীদের অ’পারেশনও হবে। জরুরি অ’পারেশনগুলো প্রায়োরিটি ভিত্তিতে করা হবে।
তিনি জানান, ওসমানী হাসপাতা’লে অক্সিজেনের কোনো সংকট নেই। হাসপাতা’লে প্রায় ১৪ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।