cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দেশে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। বাড়ছে সিলেটেও। হাসপাতা’লে শয্যা খালি মিলছে না।
এ অবস্থায় শুক্রবার জুম্মা’র নামাজ শেষে সিলেটের হযরত শাহ’জালাল (র.) মাজারে করোনা ভাই’রাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।এসময় মু’সল্লিরা সৃষ্টিক’র্তার উদ্দেশে মোনাজাতে দুহাত তুলে কা’ন্নায় ভেঙে পড়েন। এছাড়া সিলেটের বিভিন্ন ম’সজিদে ম’সজিদে খুৎবায় ই’মাম’রা করো’নাভাই’রাসসহ মহামা’রিতে জীবন রক্ষায় মানুষের করণীয় স’ম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন ই’মাম।
একই সঙ্গে খুৎবায় আপাতত গণজমায়েত এড়িয়ে চলে করো’নাভাই’রাস থেকে নিরাপদ থাকতে ধ’র্মপ্রা’ণ মু’সল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। নামাজ শেষে মোনাজাতে করো’নাভাই’রাসের সংক্রমণ থেকে সবাইকে সুরক্ষিত রাখতে এবং আ’ক্রান্ত রোগীদের আরোগ্য কা’মনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে যারা করো’নাভাই’রাস আ’ক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য দান করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করা হয়।