cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের ৩২ এলাকায় আগামীকাল শুক্রবারও ৬ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মা’র্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুম’দার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কী’ন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পু’লিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক) এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিতরন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প -১, সিলেট কর্তৃক শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি বাস সেকশনে সংযোগ প্রদানের জন্য নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা জানিয়েছেন বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।