cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের জকিগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে ডা’কাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে ঘটনাটি সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামের মৃ’ত আব্দুর রউফ মাখনের ছে’লে কাতার প্রবাসী হোসেন আহম’দ রাজন ও হাসান আহম’দ রুবেলের বাড়িতে ঘটে। ডা’কাতদল নগদ তিন লক্ষ টাকা, সাড়ে নয় ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুটে নিয়েছে বলে জানা গেছে। ডা’কাতির ঘটনার খবর পেয়ে পু’লিশের উর্ধতন কর্মক’র্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজনের মা মনোয়ারা বেগম ও গৃহবধূ তামান্না জানান, ৬/৭ জনের ডা’কাতদল প্রথমে ঘরের গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদেরকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে রাখে। তারা জানান, পাশের ঘরের লোকজন যাতে সহ’জে বাইরে আসতে না পারে সে জন্য বাইরের দিকে দরজা বন্ধ করে রাখে। ঘরে ঢুকে ছিল ৪ জন বাইরে ছিল ৩/৪জন। ডা’কাতদের মুখোশ পরা ছিল। ঘটনার শিকার প্রবাসী রাজনের প্রতিবেশী স্কুল শিক্ষক মোস্তাক আহম’দ জানান, রাজনের ভগ্নিপতি ঘটনার আগের দিন সিলেট থেকে তিন লক্ষ টাকা এনে দিয়েছিলেন বিশেষ প্রয়োজনে।
জকিগঞ্জ থা’নার ওসি আবুল কাসেম জানিয়েছেন, ডা’কাতির ঘটনায় বিকেল পর্যন্ত কেউ লিখিত অ’ভিযোগ দায়ের করেনি। ঘটনায় জ’ড়িতদের সনাক্ত করতে পু’লিশ কাজ চালিয়ে যাচ্ছে। জ’ড়িতরা কোনভাবেই ছাড় পাবে না।