cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের জৈন্তাপুর উপজে’লার সিলেট তামাবিল মহাসড়ক’র দরবস্ত বারইকান্দি নামক স্থানে লেগুনা ও টমটম অটোরিকশা’র সং’ঘর্ষে ১জন নি’হত এবং ৬জন আ’হত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৬ মে বুধবার বিকাল সাড়ে ৩টায় দরবস্ত বাজার হতে ছেড়ে আসা ব্যাটারী চালিত টমটমকে দরবস্ত বাজার হতে ছেড়ে আসা লেগুনা (সিলেট মেট্রো ছ ১১-০০৩৪) পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নি’হত ব্যাক্তি গোয়াইনঘাট উপজে’লার বারহাল গ্রামের সফর আলীর ছে’লে ই’মাম উদ্দিন (৫০)।
আ’হতরা হলো কানাইঘাট উপজে’লার সুরাইঘাট গ্রাামের মোঃ আব্দুল্লাহ (৪৫), জৈন্তাপুর উপজে’লার আগফৌদ পাঁচ সেউতী গ্রামের রফিক আহম’দের ছে’লে আক্তার (২২), একই উপজে’লার দরবস্ত ইউনিয়নের বিছনাটেক গ্রামের হোসেন মিয়ার ছে’লে মোফাজ্জিল আহম’দ (৩০) গোয়াইনঘাট উপজে’লার লামাকুটাপাড়া গ্রামের মানিক আহম’দের ছে’লে কাওছার আহম’দ (২২), একই উপজে’লার গোয়াইন গ্রামের মাসুক আহম’দের ছে’লে জিল্লুর রহমান (২৫), একই উপজে’লার সতি গ্রামের মকদ্দছ মিয়ার ছে’লে নুরুজ্জামান (৪০)।
স্থানীয় জনতা দূর্ঘটনার পর পরই তাদেরকে উ’দ্ধার করে জৈন্তাপুর উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক ই’মাম উদ্দিন (৫০) মৃ’ত ঘোষনা করেন। অন্যদের মধ্যে গুরুত্বর আ’হত ৪জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থা’নার অফিসার ইনচার্জ গো’লাম দস্তগির আহম’দ।