সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার

মামলায় এবার ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)।

রোববার দুপুরে তাকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালত-১ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর আওলাদ হোসেন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানী শেষে আদালতের বিচারক সাইদুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সমকালকে জানিয়েছেন আদালতের জিআরও নেহার দাস।

গত ১১ অক্টোবর রাতে নগরীর কাস্টগড় এলাকায় তিনি ছিনতাইর শিকার হন বলে পুলিশের কাছে অভিযোগ করেন নগরীর মিরের ময়দানের বাসিন্দা শেখ সাইদুর রহমানসহ আরেক ব্যক্তি। সাইদুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন রাত প্রায় আড়াইটার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর আলীর নেতৃত্বে কনস্টেবল তৌহিদ মিয়া ও হারুনুর রশিদ কাস্টগড় থেকে রায়হান আহমদকে ধরে নিয়ে আসেন। গত ২৫ অক্টোবর সাইদুরকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। ওই সময় রায়হান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। সাইদুর বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় রোববার তাকে রায়হান হত্যায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: