সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গত ২৪ ঘন্টায় ভারতে ৯৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শুক্রবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৭ জনে।

এ ছাড়া দেশটিতে একদিনে আরো এক হাজার ১৭৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৩৭২ জনে, খবর সিনহুয়ার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সুস্থ হয়ে ওঠায় এখন পর্যন্ত ৪১ লাখের বেশি রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) শুক্রবার জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ছয় কোটি ১৫ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ১০ লাখের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে নয় লাখ ৪৪ হাজার ৬০৪ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৬ লাখ ৭৪ হাজার ৭০ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন।সূত্র: এনটিভি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: