সর্বশেষ আপডেট : ১ মিনিট ৩৭ সেকেন্ড আগে
রবিবার, ২৩ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

করোনায় সিলেটে মারা গেলেন আরও ৪ জন


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল একজন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি তিনি।

সিলেট বিভাগে মৃত ৬৭ জনের মধ্যে শুধু সিলেট জেলায়ই মারা গেছেন ৫২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৪ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলায় ২৫৪ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৬ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ৬২ ও মৌলভীবাজারে ৬ জন।

সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা চয়ন রায় বলেন, হাসপাতালে ভর্তি ৮৬ জনের মধ্যে করোনা পজিটিভ ৭৬ জন ও করোনা সন্দেহে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আইসিইউতে করোনা পজিটিভ ৬ জনসহ ১০ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, শনিবার (২৭ জুন) পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৮ জন। এরমধ্যে ২১৮০ জন সিলেট জেলায়, ৯২৭ জন সুনামগঞ্জে, ৫৩৭ জন হবিগঞ্জে এবং মৌলভীবাজারের ৪১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: