cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscorts
করোনাভাই’রাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে সিলেটে সর্বমোট ১২০ টি বেড তৈরি করে রাখা হয়েছে। এরমধ্যে দুইটি হাসপাতা’লে ১২০ টি বেড তৈরির পাশাপাশি আরেকটি হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রে’মানন্দ মণ্ডল।
তিনি সিলেট বলেন, শহীদ শামসুদ্দিন আহম’দ হাসপাতা’লে ১০০ টি বেড তৈরি করা হয়েছে।
এছাড়া সিলেট সংক্রামক ব্যাধী হাসপাতা’লে আরো ২০ টি বেড তৈরি করা হয়েছে। অন্যদিকে খাদিনপাড়ার শাহপরাণ (রহ.) হাসপাতাল প্রস্তুত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জে’লার কোথাও করোনাভাই’রাসে কেউ আক্রান্ত হয়নি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে আম’রা বেড প্রস্তুত করে রেখেছি। করোনা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আম’রা।
এর আগে সিলেটে করোনা ভাই’রাসে আক্রান্ত স’ন্দেহে হাসপাতা’লে চিকিৎসাধীন থাকা প্রবাসী যুবক করোনা ভাই’রাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন তিনি। রোববার (৮ মা’র্চ) তার র’ক্ত পরীক্ষার রির্পোটটি সিলেটে এসে পৌঁছেছে বলেও জানান তিনি। এতে তার দেহে করোনা ভাই’রাসের অস্তিত্ব মেলেনি।