সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের ৬ আসনে ৩৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার  ::

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩৪ জন সম্ভাব্য এমপি প্রার্থী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, সিলেটের ছয়টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৯ জন এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলভিত্তিক হিসাবে রয়েছে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ৩ জন, গণ অধিকার পরিষদ থেকে ৪ জন, জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে ২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ৪ জন, খেলাফত মজলিস থেকে ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন এবং গণফোরাম থেকে ১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ৫ জন।

আসনভিত্তিক চিত্র

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী—

  • সিলেট–১ আসন: বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজন করে মোট ৫ জন।

  • সিলেট–২ আসন: বিএনপির ২ জন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম থেকে একজন করে মোট ৬ জন।

  • সিলেট–৩ আসন: বিএনপির ২ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির একজন করে এবং স্বতন্ত্র ২ জনসহ মোট ৯ জন।

  • সিলেট–৪ আসন: বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় পার্টি থেকে একজন করে মোট ৫ জন।

  • সিলেট–৫ আসন: জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র ২ জনসহ মোট ৫ জন।

  • সিলেট–৬ আসন: বিএনপির ২ জন, গণ অধিকার পরিষদের ১ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪ জন।

সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচনের সময়সূচি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য এখনো তিন দিন সময় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: