![]()


সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে টানা বৈঠক ও মতবিনিময়ের মধ্যেই জমে উঠেছে নির্বাচনি আলোচনাগুলো। রবিবার রাতে সিলেটে যুবদল নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ঠিক সেই মুহূর্তে তাঁকে সরাসরি ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সিলেটের ছয়টি আসনের রাজনৈতিক পরিস্থিতি জানতে চান, বিশেষ করে সিলেট-৬ আসনের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত খবর নেন।
ফোনালাপে তারেক রহমান যুবদল সভাপতির মাধ্যমে সিলেটের সব নেতাকর্মীর প্রতি দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কঠোর নির্দেশ পাঠান।
এদিকে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গণসংযোগ ও মতবিনিময়ে মাঠে নেমেছেন। তিনি বলেন, মনোনয়ন দেওয়ার পর একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমরান আহমদ চৌধুরীর ভাষায়, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপি বা দলের ভিতরে বিভক্তির কথা সম্পূর্ণ মিথ্যা। এখানে ধানের শীষের প্রতি মানুষের আস্থা অটুট, আর এই আসন বিএনপির দুর্গ বলেই পরিচিত।
এরই মধ্যে সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সঙ্গে তাঁর আরেক দফা মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বলেন, তারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন। দল যাকে প্রার্থী করেছে, তাঁর পক্ষে সর্বশক্তি নিয়ে কাজ করাই এখন তাঁদের দায়িত্ব।
গোলাপগঞ্জ উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন—মুহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান উজ্জ্বল, মশিকুর রহমান মুহি, রুহেল আহমদ চেয়ারম্যান, আজিজুল হোসেন আজিজ, জামিল আহমদ চৌধুরী, দুলাল আহমদ, জামাল আহমদ, সুফিয়ান আহমদ খান, বাবর আহমদ, বাবলু মিয়া, ফয়সল আহমদ, নুরুল আমিন, আব্দুর রহিম মেম্বার ও বাচ্চু আহমদ মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সব মিলিয়ে সিলেট-৬ আসনকে ঘিরে বিএনপির প্রচার-প্রচেষ্টা ও অভ্যন্তরীণ সংগঠনের বার্তা এখন একটাই—ধানের শীষের পক্ষে ঐক্যই মূল শক্তি।- বিজ্ঞপ্তি