![]()


সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা পুলিশ ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি সবুজ আহমদ রেহানকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুব্রত চৌধুরী।
গ্রেপ্তারকৃত সবুজ আহমদ রেহান (৩২) সিলেট জেলার জৈন্তাপুর থানার যশপুর গ্রামের মৃত আবুল কাশেম-এর পুত্র । তিনি বর্তমানে শাহপরান (রহ.) থানাধীন গোপালটিলার রাজন মিয়ার ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাতে বালুচর ২ নম্বর মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলি রাস্তায় পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে (২৩) পরিকল্পিতভাবে হামলা করা হয়। ১ নম্বর আসামির নির্দেশে ২–৭ নম্বর আসামিসহ অজ্ঞাত ৭–৮ জন সশস্ত্র অবস্থায় ফাহিমের পথরোধ করে ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে হামলা চালায়।
হামলার সময় গ্রেপ্তারকৃত ৪ নম্বর আসামি রেহান ফাহিমের বাম হাতের কব্জিতে ধারালো দা দিয়ে মারাত্মক জখম করে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে ফাহিম পাশের ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় ফাহিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে ১১ নভেম্বর ভর্তি করার পর অবস্থার অবনতি হলে পুনরায় সিলেটে আনা হয়। ১২ নভেম্বর সকাল ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের বাবা হারুন রশিদ বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২০; তারিখ ১৪/১১/২০২৫; ধারা ৩০২/৩৪।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।-বিজ্ঞপ্তি