সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১২ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১৭ নভেম্বরের মধ্যে ভোটার স্থানান্তর আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ডেইলি সিলেট ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারের ঠিকানা পরিবর্তন করে স্থানান্তর হতে চাইলে ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আর রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী।

এতে বলা হয়, আবাস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদনগুলো অনুমোদন বা বাতিল করে নিষ্পত্তি করতে হবে।

এদিকে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দাখিল করা আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে এনআইডি শাখা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা তাদের আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে এনআইডি মহাপরিচালক বরাবর প্রতিবেদন দিতে হবে।

রোববার ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানান, সবশেষ হালনাগাদ এ তালিকায় ভোটার হিসেবে যুক্ত হবেন আরও ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে নতুন যুক্ত হয়েছেন তারা। আপত্তি-নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা ১১টি দেশের ২১টি অফিসে চলমান থাকার তথ্য দিয়ে সচিব বলেন, তারা ভোটার হওয়ার পর নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। পাশাপাশি প্রবাসী ভোটাররা অ্যাপে নিবন্ধন করলে তারাও ভোট দিতে পারবেন।

নতুনদের নিয়ে এখন দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখের বেশি।

ডিসেম্বরের শুরুর দিকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: