সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পাইলটের ত্রুটিতেই মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত কমিটির প্রতিবেদন

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জনের প্রাণহানির ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এক প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ছিলেন শিশু শিক্ষার্থী।

প্রেস সচিব জানান, “এই দুর্ঘটনার উপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্তসহ ১৫০ জনের সঙ্গে কথা বলেছে। ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশ দিয়েছে।”

জননিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি সুপারিশ করেছে, ভবিষ্যতে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে।

প্রতিবেদনের বরাতে শফিকুল আলম আরও বলেন, “মাইলস্টোনের ওই ভবনটি রাজউকের বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি। সেখানে কমপক্ষে তিনটি সিঁড়ি থাকার কথা থাকলেও ছিল মাত্র একটি। পর্যাপ্ত সিঁড়ি থাকলে হতাহতের পরিমাণ কম হতে পারত।”

তদন্ত প্রতিবেদনে বরিশাল ও বগুড়ার বিমানবন্দরগুলোর রানওয়ে আরও সম্প্রসারণের সুপারিশও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: