![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
‘বাহুবলি’র বল্লালদেব এবার বাস্তব জীবনে নতুন ভূমিকায়! জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবতি ও তার স্ত্রী মিহীকা বাজাজের সংসারে আসছে নতুন অতিথি। এটি দম্পতির প্রথম সন্তান। দক্ষিণ ভারতের গণমাধ্যম গ্রেটঅন্ধ্র-এর প্রতিবেদনে এই সুখবরটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রানা দাগ্গুবতির পরিবারে এখন উৎসবের আমেজ। অন্তঃসত্ত্বা মিহীকার খবরে আনন্দে মেতেছেন প্রযোজক সুরেশ বাবু, যিনি রানার বাবা এবং প্রয়াত প্রযোজক ও সংসদ সদস্য ডি. রমনাইডুর পুত্র। দাগ্গুবতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, পরিবারের সবাই এই নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে ২০২২ সালে দুই দফায় মিহীকার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য রানা ও মিহীকা কেউই বিষয়টি স্বীকার করেননি। এবারও আনুষ্ঠানিকভাবে দম্পতির তরফে কোনো মন্তব্য আসেনি, তবে পরিবারের কাছের মানুষদের আনন্দ ভাগ করে নেওয়াতেই যেন খবরটি নিশ্চিত হয়ে উঠেছে।
রানা দাগ্গুবতি ২০২০ সালের ১২ মে মিহীকার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের রোকা ও বাগদান সম্পন্ন হয়। একই বছরের ৮ আগস্ট হায়দরাবাদে সীমিত পরিসরে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।
মিহীকা বাজাজ পেশায় ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ ভারতের সুপরিচিত জুয়েলারি ডিজাইনার।
রানা দাগ্গুবতি এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিরিজে ‘বল্লালদেব’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত ‘দ্য ঘাজি অ্যাটাক’, ‘নেনে রাজু নেনে মন্ত্রি’, ‘হায়দরাবাদ ব্লুজ’সহ একাধিক চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
দক্ষিণি সিনেমার অন্যতম শক্তিশালী এই তারকার জীবনে আসন্ন পিতৃত্বের আনন্দে এখন রানা ভক্তরাও উৎসাহে মেতে উঠেছেন।