সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে সিএনজি ও রিকশা ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশার ভাড়া নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। তিনি জানান, প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হবে এবং কোনো সিএনজি তিনজনের বেশি যাত্রী বহন করতে পারবে না। কমিশনার আরও বলেন, “আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।”

সভায় জানানো হয়, নগরে গণপরিবহন না থাকায় সিএনজি চালকদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণের কারণে যাত্রীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। বিআরটিএ বা সিটি করপোরেশন দায়িত্ব না নেওয়ায় ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণে এগিয়ে এসেছে। ইতিমধ্যে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত ভাড়ার তালিকা পুলিশের হাতে পৌঁছেছে, যা পর্যালোচনা করে গণস্বার্থে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

সভায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভাড়ার যৌক্তিকতা নিয়ে মতামত দেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের সাথে পরামর্শ করে ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে এবং তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন—সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জমিয়তে উলামা ইসলামের সভাপতি আব্দুল মালিক চৌধুরী, এবি পার্টির আহ্বায়ক উমর ফারুক, অধ্যাপক বিলাল উদ্দিন (এমসি কলেজ), অধ্যাপক ফরিদ আহমদ (সরকারি মদন মোহন কলেজ), সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ডাঃ শামীমুর রহমান, তাহমিনা আহাদ রোজী, সিলেট চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হোসেন, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মাওলানা হাবিব আহমদ শিহাব, আব্দুর রহমান রিপন, আমিরুজ্জামান চৌধুরী, ইকরামুল কবির, গোলজার আহমদ, এমজেএইচ জামিল, চৌধুরী নাজমুল হাসান ও জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।

সভা শেষে কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে সিলেট নগরীতে ভাড়া নৈরাজ্য বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: