সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্বরেকর্ড গড়ল মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচে যা ঘটেনি মঙ্গলবার মিরপুরে সেটিই ঘটল। বিশ্বরেকর্ড গড়া ম্যাচটিতে অবশ্য জয়ের দেখা পায়নি টাইগাররা।

ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল করেছেন দু’দলের স্পিনাররা। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড।

২০১৯ সালে ভারতের দেহরাদুনে ৭৮.২ ওভার বোলিং করেছিলেন আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা। গতকালের (২১ অক্টোবর) ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মোট ৯৩ ওভার বল করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইনিংসে পাঁচ বোলার মিলে ৫০ ওভার করেন। বাংলাদেশের বোলিং ইনিংসে ৪২ ওভার করেন স্পিনাররা। বাকি ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।
এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে ৭৬ ওভার বোলিং করেছিলেন এই দুই দলের স্পিনাররা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: