![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জয়ের পরও ট্রফি না নেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বেশ কয়েকবার চিঠি চালাচালি করলেও মেলেনি কোনো সুরাহা। ভারতের ই-মেইলের পর তাদের ট্রফি তুলে দিতে তারিখ চূড়ান্ত করেছে এসিসি। তবে সংস্থাটির সভাপতি মহসিন নাকভির দেওয়া শর্ত মানলেই কেবল ট্রফি বুঝে পাবেন ভারতের ক্রিকেটাররা। নাকভি এসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা হতে পারে। প্রাথমিকভাবে ১০ নভেম্বর তারিখকে চূড়ান্ত করেছে তারা। এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করতে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছে চিঠি পাঠায় বিসিসিআই।
এসিসি সেই চিঠির জবাবে জানিয়েছে, তারা কখনোই ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। এসিসির সদর দপ্তর দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে ট্রফি বুঝিয়ে দেওয়ার প্রস্তাব বিসিসিআইকে দিয়েছে এসিসি।
তবে শর্ত জুড়িয়ে দিয়েছেন পিসিবি সভাপতি। ট্রফি নিতে হলে অবশ্যই ভারতের অধিনায়ক, ক্রিকেটার এবং কর্মকর্তাদের আসতে হবে। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে বেশ কিছু চিঠি আদান-প্রদান হয়েছে। এসিসি তাদের জানিয়েছে, দুবাইয়ে ১০ নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও খেলোয়াড়েরা এবং বিসিসিআই অফিসিয়াল রাজীব শুক্লাকে ট্রফি দিতে আমরা প্রস্তুত।’
গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালক সায়মন ডুল সেসময় বলেছিলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল তাদের ট্রফি গ্রহণ করবে না। সুতরাং এটিই ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ।’ এদিকে, এ ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না এসিসি সভাপতি মহসিন নাকভি। ট্রফি বিতরণে তিনি অনড় অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।