সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বুধবার, ৫ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট নগরীতে হকারমুক্ত সড়ক: প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার ::

অবশেষে সিলেট নগরীর সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশন। রোববার সকাল থেকে শুরু হওয়া ত্রিমুখী অভিযানে নগরীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসে। দীর্ঘদিন পর যানজটমুক্ত ও স্বস্তিদায়ক নগরী দেখে আনন্দিত নগরবাসী।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও তালতলা এলাকায় সকাল থেকে অভিযান চলে। সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রায় ২৫০ র‌্যাব-পুলিশ সদস্য বিভিন্ন এলাকায় টহল দেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হকাররা স্বেচ্ছায় নির্ধারিত স্থান লালদীঘির পাড় মাঠে সরে গেলে নগরীর সড়ক ও ফুটপাত হয়ে ওঠে ফাঁকা ও চলাচলযোগ্য।

সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা পরিদর্শন করেন। তারা বলেন, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগ অব্যাহত থাকবে। কেউ ফুটপাতে বসলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “নগরীর সাতটি পয়েন্টে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই অধিকাংশ হকার স্বেচ্ছায় সরে যান।”

এর আগে শনিবার প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল—রোববার থেকে নগরের কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

হকারদের পুনর্বাসনের জন্য লালদীঘির পাড় মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হকার শেড। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত এই বাজারে কোনো ভাড়া ছাড়াই ব্যবসার সুযোগ পাচ্ছেন হকাররা। শেডের ভেতরে দশটি গলি, নতুন রাস্তা, ড্রেন ও টয়লেট নির্মাণ করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য কাঁচাবাজার, মাছ বাজার ও কাপড়ের দোকানের স্থান নির্ধারণ করে সাইনবোর্ডও লাগানো হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “নগরী যানজটমুক্ত করতে আমরা হকারদের জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা করেছি। এখানে তারা বিনা ভাড়ায় ব্যবসা করতে পারবেন। আশা করি, এখন কেউ আর ফুটপাত দখল করবে না।”

যদিও অনেক হকার জানিয়েছেন, নতুন স্থানে ক্রেতা সমাগম কম থাকায় ব্যবসা জমছে না। এক হকার বলেন, স্থান পেলেও বিক্রি না হলে লাভ কী? তবে আমরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে চলতে রাজি আছি।

অন্যদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন। বন্দরবাজারের ব্যবসায়ী সিরাজ বলেন, ফুটপাত ফাঁকা থাকায় এখন দোকানে ক্রেতারা সহজে আসতে পারছেন। আগে যেভাবে যানজট হতো, সেটা এখন আর নেই।

তবে অনেকেই মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। কঠোর অবস্থান অব্যাহত থাকলেই কেবল হকারমুক্ত সিলেট নগরী দেখা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

গতকাল রোববারের এই সমন্বিত অভিযানে সিলেট শহর পায় নতুন রূপ—ফাঁকা রাস্তা, স্বস্তির বাতাস, এবং পরিবর্তনের এক আশাব্যঞ্জক সূচনা। এখন দেখার বিষয়, এই পরিবর্তন কতদিন টিকে থাকে।


জিন্দাবাজারে অভিযান পরিদর্শনে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক

১৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ছয়টার দিকে জিন্দাবাজার পয়েন্টে চলমান হকার উচ্ছেদ অভিযান সরেজমিন পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, “হকার উচ্ছেদের পর পুনরায় সিএনজিচালিত অটোরিকশা বা লেগুনার দখলে রাজপথ ও ফুটপাত চলে যেতে দেওয়া হবে না। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও যানবাহন পার্কিং সংক্রান্ত বিষয়গুলো আমাদের নজরদারিতে রয়েছে। হুট করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে আমরা ধাপে ধাপে কাজ করছি।

তিনি আরও বলেন, বাজার ও বিপণিবিতান নির্মাণের সময় যদি পার্কিং সুবিধাকে গুরুত্ব দেওয়া হতো, তবে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। এখন গাড়ি রাখার জায়গা নেই। তবে আমরা সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে নাগরিক হিসেবে এই শহরে অনেক বেশি শান্তি ও স্বাচ্ছন্দ্যে বাস করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: