সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্বাসরুদ্ধকর জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ::

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জেতে।

ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানে ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য হাতে ফেরেন। এরপর চাপ সামলে খেলায় ফেরান সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। এই জুটি থেকে আসে ৫০ রান। তবে লিটন ২৩ রানে ফিরলে আবারও চাপে পড়ে দল।

সেই অবস্থায় ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেন সাইফ হাসান। চার-ছক্কার ফোয়ারায় তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় দুইজন মিলে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। সাইফ করেন ৪৫ বলে ৬১ রান, আর হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। প্রথম বলেই জাকের আলীর বাউন্ডারিতে ম্যাচ সমতায় এলেও পরের তিন বলে পরপর আউট হয়ে উত্তেজনা বাড়ান জাকের ও মেহেদী। তবে শেষ পর্যন্ত নাসুম আহমেদ পঞ্চম বলে প্রয়োজনীয় রান নিয়ে আসেন জয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। ওপেনারদের ভালো সূচনার পর মাঝারি উইকেট পতনে চাপের মুখে পড়ে লঙ্কানরা। তবে অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দল। তিনি ৩৭ বলে ৬ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাইফ হাসান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২; মুস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: