সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নবীগঞ্জে এক ফ্যান–বাতির বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!

হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবিশ্বাস্য এক বিদ্যুৎ বিলের ঘটনা ঘটেছে। মাত্র একটি ফ্যান ও একটি বাতি ব্যবহার করা এক দিনমজুর গ্রাহকের আগস্ট মাসের বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। এর সঙ্গে বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।

ভুক্তভোগী দিনমজুর কাজী ছাওধন মিয়া, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, সাধারণত তার মাসিক বিল ২০০ থেকে ৩০০ টাকার বেশি আসে না। কিন্তু এবারের বিল দেখে তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, “আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়ে দু’দিন অফিসে গিয়েছি। তারা বলেছে, ঠিক করা হবে।”

এ বিষয়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, গরমের সময়ে সাধারণত বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসে। তবে দিনমজুর ছাওধন মিয়ার ক্ষেত্রে এটি কম্পিউটারজনিত ভুল। বিল প্রস্তুতকারী ক্ষমা দাশকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, ভুল বিলটি সংশোধন করে গ্রাহকের সঠিক বিল ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: