cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে।”
শনিবার (৫ জুলাই) রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “প্রমত্ত পদ্মার বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে, নদী শুকিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছে। হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন বরদাশত করা হবে না।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। সীমান্ত হত্যা, ভূমি দখল, পুশইন, সাংস্কৃতিক আগ্রাসনসহ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ভারত বন্ধুর মুখোশে শত্রু হয়ে উঠেছে।”
জাগপা নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের জনগণকে সতর্ক থাকতে হবে, যেন শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার ভারতের ছত্রছায়ায় বাংলার মসনদে বসতে না পারে।”
তিনি আরও জানান, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাগপা দেশব্যাপী গণসংযোগ এবং আগামী ৬ আগস্ট খুনি হাসিনাকে ভারতের কাছে ফেরতের দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, মো. সামছুল হক আকন্দ, শ্যামল চন্দ্র সরকার, মনোয়ার হোসেন ও ওলিউল আনোয়ার প্রমুখ।