সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার ৬, আসামি ৬৩

ডেইলি সিলেট ডেস্ক ::

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‍্যাব-১১ চাঞ্চল্যকর এ ট্রিপল মার্ডার মামলায় জড়িত ছয়জনকে আটক করেছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত ৩ জুলাই সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে এক পরিবারে তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন—খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।

এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিল। পুলিশের তথ্যমতে, তাদের বিরুদ্ধে মোট ৩০টি মামলা রয়েছে।

ঘটনার পর নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মামলার তদন্ত ও অপরাধীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: