সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুলাই সনদ না এলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার বিকালে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে ‘জুলাই জনতার লালমার্চ’ কর্মসূচি পালন করে সংগঠনটি। বিকাল ৫টার দিকে মিছিলটি কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে কাকরাইলে অবস্থান নিয়ে তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যায়। এরপর ‘জুলাইয়ের কফিন মার্চ’ কর্মসূচি ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, ‘জুলাই মাসের মধ্যে সরকার যদি জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও করা হবে।’ তিনি জানান, পুরো জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

জুলাই সনদের ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করেন হাদী। তিনি বলেন, ‘সরকার জুলাই সনদের বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল বলছে তারা জুলাই ধারণ করে, কিন্তু সরকারের বিভিন্ন পদে থাকা এসব দলের লোকজন আহত বা নিহতদের পরিবার নিয়ে কোনো দায়িত্ব নিচ্ছে না। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: