সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে : রুমিন ফারহানা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “ইনশাআল্লাহ, জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।” শুক্রবার (২৭ জুন) বিকেলে আশুগঞ্জে উপজেলা তরুণ দলের আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবির বাস্তবায়ন ও সংগঠনকে মাঠে সক্রিয় করার লক্ষ্যে এ কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে রুমিন বলেন, “বাংলাদেশের মানুষ বহু বছর ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মামলা, কারাবাস এবং পলায়নের ইতিহাস এর প্রমাণ।”

তিনি আরও বলেন, “আমাদের এমন সময় গেছে যখন জানাজায় অংশ নিতে ডান্ডাবেড়ি পরে প্যারোলে আসতে হয়েছে। আজ যারা ব্যানার ধরছে, তারা হয়তো তখন ছিল না। কিন্তু আমি সেই দুঃসময়ে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলেছি।”

রুমিন ফারহানা আশ্বাস দিয়ে বলেন, “আমি যদি সরাইল-আশুগঞ্জ থেকে মনোনয়ন পাই এবং এমপি নির্বাচিত হই, তবে এখানকার মা-বোনদের গ্যাস সংযোগের ব্যবস্থা করব। বারবার সিলিন্ডার বদলানো কষ্টের—এ কষ্ট আমি জানি। আরেকটি মিথ্যা কথা বলব না—‘ঘরে ঘরে চাকরি’ নয়, বরং আমি যুবকদের প্রশিক্ষণ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেব।”

তিনি আরও বলেন, “সরাইল-আশুগঞ্জের রাস্তাঘাট উন্নয়ন করবো, থানাকে মডেল থানা করব। কিন্তু সবসময় মনে রাখতে হবে, এখনো আমাদের দুর্দিন শেষ হয়নি। তাই সংগঠনের প্রতি আস্থা ও একতা জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার, ও জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল প্রমুখ।

রুমিনের বক্তৃতা শেষে দলের নেতাকর্মীদের মধ্যে দৃঢ় মনোবল ও নির্বাচনী প্রস্তুতির বার্তা ছড়িয়ে পড়ে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: