সর্বশেষ আপডেট : ১৫ মিনিট ৪ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হরমুজ ইস্যুতে ইরানকে থামাতে চীনকে যুক্তরাষ্ট্রের আহ্বান

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালি বন্ধের হুমকির প্রেক্ষিতে ইরানকে সিদ্ধান্ত থেকে সরে আসতে উৎসাহিত করতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, “যারা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরশীল, সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাব— তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আলোচনা করে।”

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি হয়।

এই পরিস্থিতিতে রুবিও বলেন, “হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভুল সিদ্ধান্ত হবে। এটি কেবল অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়াবে না, বরং ইরানের জন্য অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।”

বিশ্লেষকদের মতে, ইরান যদি এই হুমকি বাস্তবায়ন করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় চীনের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: