cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। এ ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএনএন নিউজ নেটওয়ার্কের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি দাবি করেন, শনিবার রাতে ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং এর তদন্তের জন্য তিনি আইএইএর হস্তক্ষেপ কামনা করেন।
মোহাম্মদ এসলামি বলেন, ‘‘মার্কিন এই পদক্ষেপের আমরা নিন্দা জানাচ্ছি এবং এর জবাবে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তা’র অভিযোগও তোলেন।
এদিকে রাফায়েল গ্রোসি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানে সৃষ্ট জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার আইএইএর বোর্ড অব গভর্নররা জরুরি বৈঠকে বসবে।