cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
তিন বছর পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০২৫ সালের আসরের জন্য ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ২০২২ সালের পর এটাই হবে সিপিএলে সাকিবের প্রত্যাবর্তন।
সিপিএলে সাকিবের পথচলা শুরু ২০১৩ সালে। এখন পর্যন্ত তিনি বার্বাডোজ রয়্যালস, জ্যামাইকা তালাওয়াহস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে পাঁচটি মৌসুম খেলেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে অংশ নেননি তিনি। তিন বছর বিরতির পর নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে আবার মাঠে নামতে যাচ্ছেন।
সিপিএলে সাকিবের এক রেকর্ড এখনও অক্ষত। নিজের প্রথম আসরেই বার্বাডোজের হয়ে খেলতে গিয়ে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি, যা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত সিপিএল ইতিহাসে কেউ এই রেকর্ড ছুঁতে পারেননি। তার সেই কীর্তি স্মরণ করেই টুর্নামেন্ট কর্তৃপক্ষ সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এক ফেসবুক পোস্টে তারা লেখে, ‘৬ রানে ৬ উইকেট… সে ফিরে এসেছে!’
সিপিএল ২০২৫ শুরু হবে আগস্টে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। সাকিবের প্রত্যাবর্তন সিপিএল ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় ঘটনা।