সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না

ডেইলি সিলেট ডেস্ক ::

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না।

শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফাওজুল কবির খানসহ সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা রয়েছে।’ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেন, ‘অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি।’

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে উপদেষ্টা ফাওজুল কবির এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎসংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এছাড়া তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। উপদেষ্টাদের পরিদর্শন শেষে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় নতুন করে পাথর কোয়ারির লিজের দাবি করে কিছু লোকজন বিক্ষোভ করে এবং উপদেষ্টাদের গাড়িবহরও অবরোধ করেন। প্রায় ১০ মিনিটের অবরোধ শেষে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: