সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মাহিম (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিম চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মাহিমসহ প্রায় ৪০ জনের একটি দল বড় বাসে করে জাফলংয়ে ঘুরতে আসে। দুপুরের দিকে মাহিম ও তার কয়েকজন বন্ধু জাফলং জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে মাহিম পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা এবং পর্যটন কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহতের দাদি সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বুধবার সকালে নাতি মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে মাহিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানতে পারি সে পানিতে পড়ে গেছে। আমার নাতিকে হারালাম। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেবো?”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, “জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন কিশোর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় জাফলংয়ের পর্যটন এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: