cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বিনোদন অঙ্গনের আলোচিত দুই নাম এখন সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। নতুন দুটি বাণিজ্যিক ছবিতে তাঁদের উজ্জ্বল উপস্থিতি ইতোমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। একদিকে সাবিলা নূর তাঁর অভিষেক বাণিজ্যিক ছবিতে ‘লিচুর বাগানে’ শিরোনামের একটি গানে নেচে তৈরি করেছেন চমক, অন্যদিকে তাসনিয়া ফারিণ নজর কেড়েছেন সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমার আইটেম গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-এর মাধ্যমে।
এই দুই সহকর্মীর নতুন পরিচয়ে আবির্ভাবকে অভিনন্দন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন,
“আমাদের দুজন অধিক প্রতিভাবান অভিনয়শিল্পী রয়েছে। তাঁদের দুইটা সিনেমা আসছে। আমি এই সুন্দরীদের বড় পর্দায় দেখার লোভ সামলাতে পারছি না।”
মেহজাবীনের এই আন্তরিক বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান দুই অভিনেত্রীও। তাসনিয়া ফারিণ মন্তব্যে লেখেন, “ধন্যবাদ, মেহজাবীন আপু। তুমি সত্যিকারের তারকা।” অন্যদিকে সাবিলা লেখেন, “ভালোবাসি, মেহজাবীন আপু।”
মেহজাবীন চৌধুরী । ছবি: সংগৃহীত
সাবিলার ‘লিচুর বাগানে’ গানে তাঁর সঙ্গে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। পারফরম্যান্স ও সংলগ্ন চিত্রায়নের কারণে গানটি ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এসেছে। অনেকে বলছেন, সাবিলা যেন ‘জাদু’ দেখিয়েছেন।
অন্যদিকে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি মূলত নব্বই দশকের জনপ্রিয় গানটির আধুনিক রূপ। আগের ভার্সনটি তৈরি হয়েছিল আলম খানের সুরে, কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন মিলা, সুর দিয়েছেন শওকত আলী ইমন এবং গানটি লিখেছেন সুদীপ কুমার। গানে শরীফুল রাজের সঙ্গে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন ফারিণ।
চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশের পর থেকেই দর্শকদের ভিড় বেড়েছে। ভক্তরা যেমন গান ও পারফরম্যান্সের প্রশংসা করছেন, তেমনি সাবিলা ও ফারিণকে চলচ্চিত্রে স্বাগত জানাচ্ছেন। এমনকি এর আগে অভিনেত্রী তমা মির্জাও ফেসবুক স্ট্যাটাসে এই দুই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়ে সিনেমার জগতে স্বাগত জানিয়েছেন।
অভিনয় জগতে শক্ত অবস্থান থাকা সত্ত্বেও মেহজাবীনের এমন উষ্ণ বার্তা একদিকে যেমন সহকর্মীত্বের সৌন্দর্য প্রকাশ করে, অন্যদিকে বর্তমান প্রজন্মের তারকাদের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের নজির তৈরি করে।