সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ৬ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মার্কিন ভেটো নিয়ে হামাসের তীব্র প্রতিক্রিয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে প্রস্তাবের ওপর যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগকে ‘ইসরায়েলি আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থনের প্রকাশ’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।

বুধবার (৪ জুন) কুদস প্রেসকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায়, “মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়ে যেতে কার্যত সবুজ সংকেত দিয়েছে।”

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, মার্কিন ভেটো সেই ঐক্যমতের পথে বড় বাধা তৈরি করেছে বলে মন্তব্য করে হামাস। তারা একে আন্তর্জাতিক আইনের কার্যকারিতা ও জাতিসংঘের ভূমিকার ওপর সরাসরি প্রশ্ন তুলে দেয়ার মতো ঘটনা হিসেবে আখ্যা দেয়।

বিবৃতিতে বলা হয়, “গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা বৈশ্বিক নৈতিক ও রাজনৈতিক কাঠামোর চরম পতনের ইঙ্গিত। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা।”

এদিকে, ফিলিস্তিনের আরেক সংগঠন দ্য লিবারেশন অব প্যালেস্টাইন-ও যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে ‘গণহত্যায় সরাসরি অংশগ্রহণ’ বলে নিন্দা জানিয়েছে এবং একে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘স্পষ্ট সহায়তা’ হিসেবে অভিহিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই ভেটো মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন গাজার পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: