cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি বড় ধরনের সংগঠনিক ধাক্কার মুখে পড়েছে। দলটির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদারসহ মোট ১০ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মনিরুল হক জোমাদ্দারের কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী অন্যান্য নেতারা হলেন—উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক ও মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মনির সরদার, যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, কৃষি বিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক এবং স্বেচ্ছাসেবক পার্টির নেতা মনির তালুকদার।
এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সাধারণ সম্পাদক উজ্জল তালুকদার জানান, “আমরা আমাদের ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।”
এদিকে, উপজেলা সভাপতি মনিরুল হক জোমাদ্দার বলেন, “দলের গুরুত্বপূর্ণ ১০ নেতার পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, একসঙ্গে ১০ নেতার এই পদত্যাগ উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।