cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক:
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও তার জীবন কাটছে এক ভিন্নতর ব্যস্ততায়। রাজধানীর গুলশানে নিজের বাসায়, একান্ত নিজস্বতায় সাজানো জীবনের প্রতিটি দিনই যেন তার নানা ব্যস্ততায় ভরপুর।
দীর্ঘদিন ধরে কোনো নতুন সিনেমায় অভিনয় করছেন না ববিতা। কিন্তু এতে তার মধ্যে কোনো আক্ষেপ নেই বলেই জানান এই কিংবদন্তি অভিনেত্রী। প্রতিদিন নিয়ম করে কানাডা প্রবাসী একমাত্র ছেলে অনিকের সঙ্গে কথা বলা, ঘরের কাজ, টিভি দেখা ও দেশ-বিদেশের সিনেমা দেখা—এসব দিয়েই কেটে যাচ্ছে ববিতার দিনগুলো।
ববিতা বলেন, “সিনেমায় অভিনয় করছি না মানেই অবসর তা নয়। আমার ঘর, পরিবার, কাছের মানুষদের নিয়ে সময় কেটে যায়। সুচন্দা আপা, চম্পা এবং তাদের সন্তানদের সঙ্গেও প্রায় সময় কাটে। কখনো তারা আমার বাসায় আসে, কখনো আমি তাদের বাসায় যাই। আড্ডা, গল্প, হাসি—সব মিলিয়ে খুব ভালো সময় কাটে।”
তবে একা থাকলে বারবার ফিরে আসে পুরোনো দিনের স্মৃতি। ছোটবেলা, বাবা-মা, এবং নিজের সোনালি সময়ের চলচ্চিত্র জীবনের নানা মুহূর্ত যেন মনের পর্দায় ভেসে ওঠে বারবার।
তিনি আরও বলেন, “চলচ্চিত্র জীবনের কথা খুব মনে পড়ে। মনে পড়ে জহির রায়হান ভাই, রাজ্জাক ভাই, ফারুক ভাই, বুলবুল ভাইয়ের কথা। আমি পরম সৌভাগ্যবান যে এই দেশের প্রথিতযশা নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তির সিনেমায়ও কাজ করেছি। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি।”
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ববিতা সর্বশেষ অভিনয় করেছেন নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’সিনেমায়। কর্মজীবনে বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। দেশের চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা’।
চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে থাকলেও ববিতার জীবন যে এখনো গতি ও আবেগে পূর্ণ, তা যেন তার প্রতিটি কথা থেকেই স্পষ্ট হয়ে ওঠে।