সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদের ‘পাঁচফোড়ন’-এ গাইলেন সাব্বির জামান ও সিঁথি সাহা

ডেইলি সিলেট ডেস্ক:

আসন্ন ঈদ উপলক্ষে এটিএন বাংলার ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান‘পাঁচফোড়ন’-এ একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান ও মিষ্টিকণ্ঠের গায়িকা সিঁথি সাহা। সানজিদা হানিফের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানের জন্য তৈরি এই দ্বৈত গানটি ইতোমধ্যেই দৃশ্যায়িত হয়েছে।

গানের কথা লিখেছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির কথা এমন— “তুমি এলে যেই, ব্যাথাগুলো ভুলে যেতে শক্তি পেলাম, দুঃখগুলো দেখি নেই আর নেই”। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান নিজেই।

সাব্বির জামান জানান, এটি তার ও সিঁথির প্রথম দ্বৈত গান। তিনি বলেন, “সিঁথি সাহার কণ্ঠ ভীষণ মিষ্টি এবং পরিশীলিত। তার সঙ্গে গান গেয়ে দারুণ ভালো লেগেছে। আমার সৌভাগ্য যে রফিক স্যারের লেখা গানে সুর ও সংগীত করতে পেরেছি। মনের মতো করে কাজ করার চেষ্টা করেছি।”

সিঁথি সাহা বলেন, “রফিক ভাইয়ের লেখা অনেক কালজয়ী গান শুনেছি, তবে এবারই প্রথম তার গানে কণ্ঠ দেওয়ার সুযোগ হলো। সাব্বির আমার ভালো বন্ধু, ওর সুরারোপও চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।”

সাব্বির জামান সম্প্রতি রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক গান প্রকাশের পর বর্তমানে ইউরোপে স্টেজ শো’র জন্য ট্যুরে রয়েছেন। ঈদের পর দেশে ফিরে নতুন প্রজেক্টে কাজ শুরু করবেন।

অন্যদিকে সিঁথি সাহা জানান, আপাতত নতুন কোনো গানের পরিকল্পনা নেই, তবে বছরের শেষ দিকে কিছু বিশেষ সংগীতপ্রকল্পে কাজ করার ইচ্ছা আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: