সর্বশেষ আপডেট : ২৫ মিনিট ২২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জনগণই নির্বাচন আদায় করবে নেবে: মির্জা আব্বাস

ডেইলি সিলেট ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না। তিনি বলেন, “নির্বাচন যদি করতেই হয়, তবে তা ডিসেম্বরের মধ্যেই করতে হবে। না হলে জনগণ নিজেরাই নির্বাচন আদায় করে নেবে।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) রাজধানীর শেরে-বাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বারবার বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “তিনি দেশে বহু সংস্কার এনেছেন, কিন্তু সংস্কারের জন্য বিদেশি কাউকে আমদানি করেননি। অথচ বর্তমান সরকার সংস্কারের নামে বিদেশি লোককে এনে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে।”

ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “খুব দুঃখের সঙ্গে বলি, ড. ইউনূস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। দেশের একজন নাগরিক হয়ে বিদেশে বসে দেশের বদনাম করাটা লজ্জার। উনি বলেছেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলছি, ড. ইউনূস নিজেই নির্বাচন চান না।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন হবে বলে ইউনূস সাহেব নিজেই বলেছিলেন। পরে তিনি আবার জুনে নির্বাচনের কথা বলেন। নির্বাচন না হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে। বাংলাদেশের জনগণ এ নির্বাচন আদায় করবেই। নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা কঠিন হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: