সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তিশার সঙ্গে প্রেমের গল্প শোনালেন উপদেষ্টা ফারুকী

ডেইলি সিলেট ডেস্ক ::

দাম্পত্য জীবনের প্রায় দেড় দশক একসঙ্গে কাটিয়ে দিয়েছেন জনপ্রিয় তারকা জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ভালোবেসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন।

সম্প্রতি দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান নির্মাতা ফারুকী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি তুলে ধরেন তিশার সঙ্গে প্রেমের শুরুর স্মৃতি। ফারুকী বলেন, “কুমিল্লায় নাটকের শুটিং করতে গিয়েই নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আমার প্রেমের গভীরতা তৈরি হয়।” কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের প্রেমের গল্প শোনালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নজরুলের কুমিল্লা-সংযোগ নিয়ে কথা বলতে গিয়ে ফারুকী তুলে ধরেন নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, “কুমিল্লার সঙ্গে আমার এক গভীর প্রেম আছে। আমি বহুবার এখানে শুটিং করতে এসেছি। আমার প্রেম—অর্থাৎ যাকে আমি পরে বিয়ে করেছি, তিশা—তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা তৈরি হয় কুমিল্লাতেই। ‘ক্যারাম’ নামের একটি প্রজেক্ট করতে এসে সেই সম্পর্ক গাঢ় হয়।”

তিনি আরও যোগ করেন, “নজরুলের প্রেমের স্মৃতি যেমন আছে কুমিল্লায়, তেমনি তাঁর ছোট ভাইদের প্রেমের গল্পও আছে। শুটিং করতে আসার সময় আমরা প্রায়ই এসব নিয়ে আলোচনা করতাম।”

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই তারকা দম্পতির একমাত্র কন্যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: