সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চিন্ময় দাসকে জেলগেটে জেরার নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম আদালত চত্বরে জামিন শুনানিকে কেন্দ্র করে নাশকতার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে ১৮ মে ও সর্বশেষ ২৬ মে, পৃথক দুটি মামলায় তাকে একদিন করে জেলগেটে জেরা করার আদেশ দেন আদালত।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় তদন্ত কর্মকর্তা চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং ৪ জুনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন কোতোয়ালি থানার রাষ্ট্রদোহ মামলায় তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ইসকন অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বিক্ষোভকারীরা।

ওইদিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের হামলায় নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। পরদিন রাতে সাইফুলের বাবা কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই ঘটনায় পুলিশসহ একাধিক ভুক্তভোগী আরও চারটি মামলা দায়ের করেন।

পাঁচটি মামলার তদন্তে চিন্ময় দাসের সংশ্লিষ্টতা পাওয়ার পর আদালতের নির্দেশে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: