সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলবেন লাউতারো ও কেইন, উচ্ছ্বসিত তারকারা

ডেইলি সিলেট ডেস্ক ::

ফুটবল বিশ্বে নতুন ইতিহাস রচনার পথে এগিয়ে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ছয় মহাদেশের ৩২টি ক্লাব। আর ক্যারিয়ারে প্রথমবার এই মর্যাদাপূর্ণ আসরে খেলতে পারার সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত লাউতারো মার্টিনেজ ও হ্যারি কেইন।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো বলেন, ব্যক্তিগতভাবে আমি এমন একটা টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে আছি। এটা আমার জন্য খুবই স্পেশাল। শুধু সন্তুষ্ট বললে কম বলা হবে, আমি রীতিমতো উচ্ছ্বসিত!

বায়ার্ন মিউনিখের হয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলবেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার ভাষ্য, এতদিন এমন বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারিনি, এটা নিয়ে সবসময় একটা আক্ষেপ ছিল। এবার বিশ্বকাপের ঠিক আগে একই মাঠে, একই শহরে খেলতে পারাটা আমার জন্য ইতিবাচক অভিজ্ঞতা হবে।
তবে এ টুর্নামেন্ট একেবারে নতুন নয় অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের কাছে। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এবার নতুন ক্লাব ও নতুন কনটিনেন্টে খেলতে নামছেন তিনি। রামোস বলেন, এবারের ক্লাব বিশ্বকাপ ফরম্যাট আগের চেয়ে অনেক চ্যালেঞ্জিং। দুই ম্যাচ জিতে শিরোপা নয় এবার প্রস্তুতি নিতে হবে অনেক গভীরভাবে। এই পরিবর্তনই সবচেয়ে রোমাঞ্চকর।

আগামী ১৫ জুন শুরু হবে ক্লাব বিশ্বকাপের এই নতুন সংস্করণ, চলবে ১৩ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক, সিয়াটল ও ওয়াশিংটনের মতো শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

দর্শক ও ক্লাবগুলোর আগ্রহে বেড়েছে এই আসরের গুরুত্ব ও স্টেক। ইউরোপের বড় ক্লাবগুলো এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বলেই ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: