সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিজের ক্যারিয়ার সেরা পছন্দের গোল বেছে নিলেন লিওনেল মেসি

ডেইলি সিলেট ডেস্ক ::

বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৬০ গোলের মালিক লিওনেল মেসি অবশেষে জানিয়েছেন, কোন গোলটি তার সবচেয়ে পছন্দের। অনেক দর্শনীয় ও গুরুত্বপূর্ণ গোলের মধ্যে থেকেও তিনি বেছে নিয়েছেন ২০০৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা গোলটিকে।

ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়ে মেসি বলেন, আমার এমন অনেক গোল আছে যেগুলো সম্ভবত বেশি সুন্দর ও মূল্যবান। তা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি আমার সবসময়ই পছন্দের।

উল্লেখ্য, ২০০৯ সালের সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে খেলতে নামেন মেসি। ম্যাচের ৭০ মিনিটে জাভি হার্নান্দেজের ক্রসে হেড করে গোল করেন তিনি। এই গোলেই বার্সা ২–০ ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে। মেসির ক্যারিয়ারে এটি ছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়।
হেডে গোল করার ক্ষেত্রে ততটা দক্ষ না হলেও, সেই ম্যাচের হেড গোলটি ছিল ব্যতিক্রমী ও ঐতিহাসিক। এখন পর্যন্ত হেডে মাত্র ২৮টি গোল করেছেন মেসি, যেখানে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর হেডে গোল ১৫৪টি।

মেসির সেই পছন্দের গোলটির একটি চিত্রকর্ম তৈরি করছেন বিশ্বখ্যাত শিল্পী রেফিক আনাদোল। এটি ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজের জন্য নিলামে তোলা হবে। উয়েফার অনুমোদিত এই শিল্পকর্মটি আগামী ১১ জুন নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান ‘ক্রিস্টি’-এর মাধ্যমে উন্মোচন করা হবে। নিলাম চলবে ১১ জুলাই পর্যন্ত। বিক্রয়লব্ধ পুরো অর্থ ব্যয় করা হবে দাতব্য কাজে।

নিলাম প্রসঙ্গে মেসি বলেন, আমি জানি রেফিকের কাজ কতটা অসাধারণ। আমরা মায়ামিতে দেখা করেছিলাম, আর এখন সে কীভাবে এই গোলের মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে, তা আবিষ্কার করা সত্যিই রোমাঞ্চকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: