সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া আদর্শ পাঠাগারের ২০২৫সালের বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৩ শতাধিক পাঠক অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মোঃ মুহিবুর রহমান পায়েল। এছাড়া কুলাউড়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন।

আদর্শ পাঠাগার বইপড়া উৎসবের সঞ্চালক প্রভাষক মোঃ খালিক উদ্দিন সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন করতে পেরে সকল কক্ষ প্রত্যবেক্ষকসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সাংবাদিকদের লিখনির মাধ্যমে বইপড়া উৎসবের খবর প্রচারিত হওয়ায় দিনে দিনে বইপড়া উৎসবে পাঠকদের অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । বর্তমানে নৈতিক অবক্ষয়ের এই সময়ে এ বইপড়া উৎসব নিঃসন্দেহে তরুণ প্রজন্মনের জন্য সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত পাঠকদের হাতে লেখক মোঃ খালিক উদ্দিন এর মৌলিক রচনা ‘প্রেরণার গল্প’ বইটি তুলে দেওয়া হয়। পাঠকরা বইটি পড়ে অবশেষে আজ সে বই থেকে এক কথার জ্ঞানমূলক প্রশ্ন কাঠামোতে ১০০ মার্কের একটি পরীক্ষায় অংশ নেন।

উক্ত পরীক্ষায় ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক বইপ্রেমী পাঠক অংশগ্রহণ করেন।
পরবর্তীতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে সুবিধাজনক সময়ে একইসাথে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পাঠকের জন্য পুরস্কার হিসেবে মূল্যবান বই রয়েছে। পাশাপাশি সেরা ১০০ জন পাঠককে নগদ অর্থ, বই, শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হবে বলে আয়োজক জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: