সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ১৫ সেকেন্ড আগে
সোমবার, ২৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে প্রকাশ করা হলো গেজেট

ডেইলি সিলেট ডেস্ক ::

সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে এক গেজেট প্রকাশ করেছে, যাতে রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে সংশ্লিষ্টতা থাকলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা গেজেটটি শনিবার (১০ মে) রাতে প্রকাশিত হয়, যা রোববার (১১ মে) প্রকাশ্যে আসে।

গেজেটে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করেছেন। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, বিশেষত রাজনৈতিক দল বা তার সহযোগী প্রতিষ্ঠান, যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনাল মনে করে, তবে সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে।

 

 

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতেই এই সংশোধনী আনা হয়েছে। এছাড়া বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম; বিশেষ করে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে।

নতুন সংশোধনীতে আরও বলা হয়েছে, সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশ, প্ররোচনা, ষড়যন্ত্র বা সরাসরি অংশগ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: