সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার ::

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব এবং লন্ডন থেকে প্রকাশিত ‘বাংলা সংলাপ’-এর সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সদস্য মো. মশাহিদ আলীর সঙ্গে সিলেট প্রেসক্লাব সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনানুষ্ঠানিক আড্ডায় উপস্থিত সাংবাদিকরা স্মৃতিচারণ করেন তাদের সিলেটে সাংবাদিকতা জীবনের নানা মুহূর্ত নিয়ে। প্রবাসী এই দুই সাংবাদিকও প্রেসক্লাবের সঙ্গে তাদের আত্মিক সংযোগের কথা তুলে ধরে ভবিষ্যতেও ক্লাবের উন্নয়ন-অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আতাউর রহমান আতা, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সদস্য মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, আনাস হাবিব কলিন্স ও খালেদ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাজমুল কবীর পাভেল, আহমদ মারুফ ও শ্যামানন্দ দাশ প্রমুখ।

আড্ডামুখর এই বিকেলে সবার মাঝে ছিলো পুরনো দিনের স্মৃতি ও প্রবাসী সহকর্মীদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: