cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের পৌর শহরের পূর্ব নতুনপাড়ায় নেশাগ্রস্ত এক যুবকের ছুরিকাঘাতে আব্দুল মুবিন (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুবিন পূর্ব নতুনপাড়ার মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পূর্ব নতুনপাড়া এলাকায় রিদয় বণিক (৩২) নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় পথচারী ও মহল্লাবাসীদের গালিগালাজ করছিলেন। এ সময় বিষয়টি দেখে প্রতিবাদ করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মুবিন। প্রতিবাদের একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং রিদয় বণিক মুবিনকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা আহত মুবিনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
ঘটনার পরপরই সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিদয় বণিককে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “নেশাগ্রস্ত অবস্থায় রিদয় বণিক এলাকার লোকজনকে গালিগালাজ করছিল। তখন আব্দুল মুবিন প্রতিবাদ করলে তার সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে রিদয় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আমরা ঘাতককে গ্রেপ্তার করেছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মুবিন এলাকার একজন পরিচিত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।